
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারী হযরত মামুন খলিফা (রহঃ) শাহী জামে মসজিদ ট্রাস্ট পরিচালনা কমিটি আয়োজিত হযরত মামুন খলিফা (রহঃ) স্মৃতি বৃত্তি পেলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম চৌধুরীর মেয়ে জান্নাতুল মাওয়া মীম তিনি এ বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে একটি ল্যাপটপ পুরস্কার ও সনদপত্র অর্জন করেন। তাকে বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক এ কে এম শাহজাহান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ও তার মাতা রুনা আকতার, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে- সর্বজনাব বিজন চক্রবর্তী, মোহাম্মদ হোছাইন শাহীন, মো. কামাল উদ্দিন, মনজুর উদ্দিন, আবদুল আজিজ, পারভিন আকতার, জান্নাতুল ফেরদৌস, নাসরিন আকতার, মৃদুল কান্তি পাল প্রমুখ।
উল্লেখ্য, উক্ত বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় ট্রাস্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।





























