
গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইসসিআই) সহযোগিতায় ও এনজিও সুশীলনের বাস্তবায়নে টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরের সুবিধাবঞ্চিত ৮৭ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। হিউম্যান কনসার্ন ইউএসএ এবং এনজিও সুশীলনের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের অংশ হিসাবে বুধবার (৫ জুন) বেলা ১১টায়, টাঙ্গাইলের ভূঞাপুরের শুশুয়া আসাতুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে উপহারগুলো বিতরণ করা হয়।
প্রতিটি উপহারের প্যাকেটে ছিলো স্কুলের ব্যাগ, পানির বোতল এবং ছাতা অন্তর্ভুক্ত ছিলো। ঈদ উৎসব উপলক্ষে তৈরি পোশাক, জুতা। মেয়েদের জন্য ফ্রক, পায়জামা, স্কার্ফ এবং জুতা। এছাড়াও পুষ্টিকর বিস্কুট ও শুকনো কেক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মাহবুব এবং হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল ডিরেক্টর ইফতেখার শেখ আহমেদ, সাবেক সচিব বাহাজ উদ্দিন মিঞা, সুশীলন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা বকুলুজ্জামান, মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির সহ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর এবং শুশুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
ঈদ উপহার পাওয়ার শিশুদের মুখে ফুটেছে হাসি, কৃতজ্ঞতা প্রকাশ করে তারা দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদারতার প্রশংসা করেন।
দাতা সংস্থার প্রতিনিধিরা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। ভবিষ্যতে যমুনার দুর্গম চরাঞ্চলের অবহেলিত মানুষের জন্য, তাদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।





























