
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকায় বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর পক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম আনসারী, দোহাজারী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি ডা. মুহাম্মদ কলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল হোসাইন, উপজেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন রিফাত।





























