
কৃষ্ণ দাস, বিশেষ প্রতিনিধি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন ফেনীর তরুণ কণ্ঠশিল্পী ইমন দাস। দেশাত্মবোধক সংগীতে তিনি বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি লোকসংগীতে দ্বিতীয় স্থান লাভ করে নিজ জেলা ফেনী ও ফেনী সরকারি কলেজের জন্য গৌরব বয়ে আনেন তিনি।ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন দাস ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের সাধনা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফলেই বিভাগীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিতে সক্ষম হন তিনি। এর আগে ২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পান ইমন দাস। সে সময় তিনি একাধিক সনদপত্রসহ সম্মাননা লাভ করেন।চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়া উদ্দীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।





























