
কাজী মালিহা আকতার:
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, প্রতিভার বিকাশ
এবং ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে বিভাগভিত্তিক
সংগঠন ‘অঙ্কুরণ’ ক্লাব।
গত বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায়, চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত
হয় এই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। এটি কলেজের ইতিহাসে প্রথম বিভাগভিত্তিক ক্লাব হিসেবে
আত্মপ্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর
সুব্রত বিকাশ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক দুই বিভাগীয় প্রধান,
প্রফেসর জাহেদা সুলতানা ও প্রফেসর নাজমা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান বিভাগীয়
প্রধান প্রফেসর সুবীর হালদার। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ক্লাবের পরিচালনা
পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষার্থী তাসিন ওমর ও আল ইশতিয়াক ইসতি।
তারা ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত
তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য একটি সক্রিয়, সৃজনশীল ও সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে ‘অঙ্কুরণ’
কাজ করবে বলে জানান তারা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী এবং সাবেক বিভাগীয় প্রধান
প্রফেসর মহাশ্বেতা রায় অনিবার্য কারণে উপস্থিত হতে না পারলেও তাঁরা শুভেচ্ছা বার্তা
পাঠিয়ে ক্লাবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বক্তৃতায় উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান
ক্লাবের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের
শিক্ষার্থী কৌশিক দাস গুপ্ত ও নওশীন তাবাসসুম।
অনুষ্ঠানে বক্তৃতার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি
এবং নৃত্য ইত্যাদি পরিবেশনা উপস্থিতদের মুগ্ধ করে। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের
পর কেক কেটে ‘অঙ্কুরণ’-এর আনুষ্ঠানিক যাত্রার সূচনা করা হয়।
সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজনে ক্লাবটির শুভসূচনা হয়ে ওঠে এক অনন্য স্মৃতি। অনুষ্ঠানের সমাপ্তি হয় একটি দলীয় গানের পরিবেশনার মধ্য দিয়ে।
/শুভ্র






































