
বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি সামসুল রহমান মৃধা সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক মো. সানাউল ইসলাম সভা সঞ্চালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মো. ফারুক হোসেন ও মো. জসিম উদ্দিন দেওয়ান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক।
এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মো. এস এম শাজাহান, রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই ঐক্যের মাধ্যমেই সাত দফা দাবি আদায় সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।





























