
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪জানুয়ারি) রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে দুটি পদে মোট ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ১৩ জন ভোটারের মধ্যে ১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট
গ্রহণ শেষে নির্বাচন কমিশন এডভোকেট বিনোদ বিহারি ভৌমিক ঝন্টু ফলাফল ঘোষণা
করেন। নির্বাচনে সভাপতি পদে এশিয়ান টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার
প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত
হন।
সাধারণ সম্পাদক পদে
জুলফিকার আলম দৈনিক সকালের সময়, শাখাওয়াত হোসেন টিপু দৈনিক গনমুক্তি ও নুর
হোসেন দৈনিক আজকালের খবর। এতে নুর হোসেন সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সাধারণ
সম্পাদক নির্বাচিত হন।
দাগনভূঞা
রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব
পালন করেন এডভোকেট বিনোদ বিহারি ভৌমিক ঝন্টু। কমিশনে সহযোগিতা করেন
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও সাপ্তাহিক প্রত্যয় এর সম্পাদক ছিদ্দিক আল
মামুন।
নির্বাচনের সার্বিক
পরিচালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কমিটির সভাপতি জসিম
ফরায়েজি ও সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু। আগামী এক সপ্তাহের মধ্যে
বাকি পদগুলো পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশন।





























