
জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত (২০ মে) আড়াইটার দিকে রাজধানীর ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহমুদুর রহমান।
তিনি বলেন, ‘ধর্ষণ মামলায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে, একই দিন রাত ১০টার দিকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।







































