
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া)প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামে ইমামের কেঁচো স্যারের খামার পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামান।
রবিবার (২৩ নভেম্বর)ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চর খুকশিয়া গ্রামে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক ও চর খুকশিয়া জামে মসজিদের ইমাম শহিদুল ইসলামের কেঁচো স্যারের খামার পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামান।
কৃষি উদ্যোক্তা শহিদুল ইসলাম জানান আমি ২০১১ সালে ইমাম প্রশিক্ষণ নিয়ে কৃষি খামারের কাজ শুরু করি,এখুন আমার খামার থেকে বছরে ৩৮০০০০ হাজার টাকা মত আয় আসে যা দিয়ে আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে অনেক ভাল ভাবে দিন পার করছি।তিনি আরো বলেন আমার খামারে সরকারি সহযোগিতা পেলে আরো অনেক ভাল করতে পারবো।
গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জানান উদ্যোক্তা শহিদুল ইসলামের এই উদ্যোগ ও সফলতাকে সাধুবাদ জানাই। তিনি আরো বলেন তার এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগকে আমরা সর্বদা সমর্থন করি।
ইসলামিক ফাউণ্ডেশনের বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামান বলেন ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে ইমাম প্রশিক্ষণ নিয়ে অনেক ইমাম সফলতা পেয়েছেন। আমি ইমাম শহিদুল ইসলামের সফলতার বিষটি বিভাগীয় কার্যালয়ে জানাবো সরকারি ভাবে কোন সহযোগিতা আসলে শহিদুল ইসলামে পাশে থাকার চেষ্টা করবো।





























