
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামে জোরপূর্বক কৃষকের জমি থেকে ধান কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আব্দুল বারিক ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুল বারিক (৪৫), পিতা-মৃত মজির উদ্দিন সরকার, সাং-ঝিনাই, ইউনিয়ন-চিকাশী, থানা-ধুনট, জেলা-বগুড়া' নিম্ন তফসীলভুক্ত সম্পত্তি তার পৈত্তিক সম্পত্তি উক্ত সম্পত্তি তিনি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল। এমতাবস্থায় জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অদ্য ইং ১৪/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বিবাদী-মোজাম্মেল হক মিন্টু (৫৮), পিতা-মৃত আজিজ প্রামানিক, সাং-বড়িয়া, আমজাদ আলী (৫৭), পিতা-মৃত মোহাম্মদ আলী, মহসিন আলী প্রাং (৪৫), পিতা-জমসের আলী প্রাং, সানজিদ হাসান (২২), পিতা-মোঃ আমজাদ হোসেন, সর্ব সাং-হটিয়ারপাড়া, একরাম সরকার (৬০), পিতা-মৃত হোসেন সরকার, সাং-ঝিনাই, ইউনিয়ন-চিকাশী, থানা-ধুনট, জেলা-বগুড়া'গণ যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ধারালো কাচি, হাসুয়া ইত্যাদি নিয়ে সজ্জিত হয়ে ধুনট থানাধীন ঝিনাই গ্রামস্থ তার নিজ দখলীয় ও তার রোপনকৃত পাকা ধান কর্তনের উদ্দেশ্যে জমিতে গিয়ে জোরপূর্বক ধান কর্তন করে। যাহাতে প্রায় ৩০,০০০/-ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন করে। বাদি লোকমারফত সংবাদ পেয়ে দ্রুত জমিতে গিয়ে বিবাদীগণকে জিজ্ঞাসা করে যে, কোন অধিকারে তার জমি থেকে ধান কর্তন করছে। তখন উক্ত বিষয়টি নিয়ে বিবাদীগণের সঙ্গে কথা কাটা কাটির একপর্যায়ে সকল বিবাদীগণ তাকে অকথ্য'অশ্লীল ভাষায় গালি গালাজ করে বাদি গালি গালাজ করতে নিষেধ করলে ১,২নং বিবাদীদ্বয় তার উপর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো হাসুয়া উচিয়ে তাকে হত্যা করবে মর্মে ভয়ভীতি দেখাতে থাকে
ধুনট থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























