
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে “বাজেয়াপ্তযোগ্য বস্তু আটক, ব্যবস্থাপনা ও নিষ্পত্তিকরণ বিধিমালা, ২০২২” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকবিরোধী অভিযানে বাজেয়াপ্ত আলামতের সঠিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বাজেয়াপ্ত মাদকদ্রব্যের আইনগত প্রক্রিয়া, সংরক্ষণ, ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ এবং নিষ্পত্তির পূর্ণাঙ্গ কাঠামো তুলে ধরা হয়।
এসময় ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী অভিযানে আলামত বাজেয়াপ্ত করা শুধু আইনি প্রক্রিয়ার একটি অংশ নয়, এটি পুরো মামলার বিশ্বাসযোগ্যতার কেন্দ্রবিন্দু। কোনো আলামতের সংরক্ষণ বা নথিতে ভুল থাকলে শক্তিশালী মামলা দুর্বল হয়ে যেতে পারে। তাই ‘বাজেয়াপ্তযোগ্য বস্তু নিষ্পত্তি বিধিমালা’ কেবল লিখিত নির্দেশনা নয়—এটি মাঠপর্যায়ের প্রতিটি কর্মকর্তার পেশাগত দায়িত্বের মানদণ্ড।
আমরা চাই, বগুড়ার ডিএনসি যেন দেশের সামনে একটি দৃষ্টান্ত তৈরি করে স্বচ্ছ ব্যবস্থাপনা, সঠিক নথিপত্র, দ্রুত নিষ্পত্তি এবং জবাবদিহির মাধ্যমে। মাদক নিয়ন্ত্রণে আইন যতটা প্রয়োজন, ততটাই প্রয়োজন পেশাগত দক্ষতা ও সততা। এই প্রশিক্ষণ সেই সক্ষমতা গড়ে তুলতেই আমাদের উদ্যোগ।”
তিনি আরও বলেন,“মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের প্রতিটি ধাপ—অভিযান, আলামত ব্যবস্থাপনা, নিষ্পত্তি, মামলা পরিচালনায় সব জায়গায় শৃঙ্খলা ও সঠিক পদ্ধতি মেনে চলতে হবে। মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তারাই মাদকদমন কার্যক্রমের মূল শক্তি।”
অনুষ্ঠানে অন্য কর্মকর্তারাও আলামত ব্যবস্থাপনার ডিজিটাল নথিভুক্তি, নিরাপদ সংরক্ষণ এবং ধ্বংসকরণ প্রক্রিয়ার বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।





























