
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় সীমা আকতার ওরফে সফুরা (৪৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানাধীন রণবাঘা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া “খ” সার্কেলের একটি দল অভিযান পরিচালনা করে সফুরাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সফুরা নন্দীগ্রাম থানাধীন রণবাঘা গ্রামের মৃত হেলাল উদ্দিনের মেয়ে।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী সফুরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের প্রতিটি জেলা-উপজেলায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক কোথায় লুকিয়ে থাকুক— আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়ানো সম্ভব নয়। নন্দীগ্রামের এ অভিযানও আমাদের ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।”
জিললুর রহমান বলেন,“আমরা চাই জনগণ সহযোগিতা করুক। মাদক ব্যবসায়ী বা মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্র আমাদেরকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ডিএনসির প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
মাদক ব্যবসায়ী সফুরার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাযের করা হয়েছে বলেও জানান তিনি।





























