
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘ক’ সার্কেলের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন তারইল এলাকার আব্দুল বারির ছেলে নাইম উদ্দিন (৩০), বগুড়া দুপচাঁচিয়া থানাধীন শহরকুড়ির এলাকার মৃত আজিজার মোল্লার ছেলে হেলাল (৩৭)।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। উদ্ধারকৃত ২০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গাঁজা ধ্বংস করেন।
সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র বলেন,“মাদক সমাজের জন্য ভয়ংকর হুমকি। মাঠপর্যায়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না। ডিএনসি ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“বগুড়ায় মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। যেকোনো তথ্য পেলেই আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি। আজকের অভিযানও তারই ধারাবাহিকতা। মাদকমুক্ত বগুড়া গড়তে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”





























