
বিনোদন প্রতিবেদক, পবিত্র দেব সমীর: দুষ্টু কোকিল হলো শাকিব খান অভিনীত ২০২৪ সালের ১৭ জুন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত 'তুফান' চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। এবং সেই গানের গীতিকার ও সুরকার হিসেবে ছিলেন এ সময়ের এপার ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ সেন।
তবে গানের গীতিকার ও সুরকার আকাশ সেন হলেও, গানের টাইটেল এ অন্যান্য সকলের নাম থাকলেও, নাম দেওয়া হয়নি আকাশ সেনের। এতে আকাশ সেন অনেক দুঃখ প্রকাশ করেন।
সাম্প্রতিক সামাজিক গণমাধ্যম ফেসবুকে দুষ্টু কোকিল গান নিয়ে অভিমানে একটি পোস্ট করেন আকাশ সেন। তার সেই পোস্ট দেখে, তার ভক্তরাও অনেক দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্ট,,,,,
এই গান টা নিয়ে এটাই আমার শেষ পোস্ট।
তুফান ছবি টা এখন চোরকি এবং হই চই নামক দুটি প্লাটফর্ম এ চলছে। আর দুষ্টু কোকিল গান টা তুফান ছবির Highest Viewed Song 250 Million . কিন্তু ছবিতে, দুটো OTT App এর কোনটাতেই Film এর Title Card এ, Music Director, Lyricist বা Singer এর তালিকায় আমার নাম নাই।
অথচ দুষ্টু কোকিল গান টা, আমার লেখা, সুর এবং আংশিক গাওয়া। চোরকি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, আমার নাম দেয়নি, কিন্তু হই চই? সেটাতো কলকাতার, তারা কেন এই অন্যায় অরাজকতা করলো?
দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিচ্ছু নেই।বরং আপনারা রোজকার করছেন, করুন, আরও করুন। তবে যারা কন্টেন্ট বানায় দিন রাত এক করে, তাদের প্রতি এত অন্যায় করবেন না। এতে বদ দুয়া লাগে।
কুড়ি বছর পার করলাম Music এর সাথে, আরো কুড়ি বছর কাজ করবো, বেঁচে থাকলে। অনেক কে উঠতে, নামতে দেখলাম। কারন উপরওয়ালা সঠিক বিচার করেন।
আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাজ কে দাবাতে পারবেন না। আমি ছিলাম আছি মরার পরও থাকবো আমার প্রিয় শ্রোতাদের অন্তরে। কারণ আমার নিয়ত পরিষ্কার।







































