
কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এখন যেন সময়ের ব্যাপার মাত্র। আগামী গ্রীষ্মের দলবদলেই ফ্রি এজেন্ট হিসেবে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছে মাদ্রিদ ক্লাব! ফরাসি ফরোয়ার্ডও প্যারিস ছাড়ার খবর সতীর্থ ও ক্লাবকে নাকি জানিয়ে দিয়েছেন বলে মার্কা রিপোর্ট করেছে। এনিয়ে শনিবার গণমাধ্যম বেশ গরম ছিল। কিন্তু রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নির্বিকার।
স্প্যানিশ জায়ান্টদের জন্য এমবাপ্পের চুক্তি নিয়ে এখনই হইচই অপ্রয়োজনীয় মনে করছেন ইতালিয়ান কোচ। লা লিগায় রায়ো ভায়েকানোর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘আমি দেখতে ও শুনতে পারি। আমি বুঝি এটা আপনাদের জন্য দিনের সেরা বিষয়, কিন্তু আমাদের জন্য নয়। আমাদের জন্য কালকের ম্যাচ আসল ব্যাপার।’
আগামী মৌসুম নিয়ে পরে ভাবতে চান রিয়াল কোচ, ‘লোকেরা কথা বলতে পারে, আমি জানি এটা দিনের সেরা খবর। আমি চাই এই মৌসুম ভালোভাবে শেষ করতে ও ট্রফি জিততে। পরের মৌসুম নিয়ে ভাবার অনেক সময় আছে।’
এমবাপ্পেকে ঘিরে নানা গুঞ্জন আর আলোচনা রিয়ালের স্কোয়াডের ওপর কোনও প্রভাব ফেলছে বলে মনে করেন না কোচ, ‘আপনারা কি মনে করেন, আমি প্রভাবিত? না, না।’







































