
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যয়নরত বৃহত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের ছাত্রকল্যাণমূলক সংগঠন “ফটিকছড়ি ফোরাম আইআইইউসির বার্ষিক নির্বাচন, নবীনবরণ অনুষ্ঠান ও ১৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশস্থ সাম্পান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার দাউদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শরীফ মাহমুদ ও নয়ন চৌধুরী।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক রোমান, পরবর্তীতে উইন্টার ফেস্ট উপলক্ষে আগত স্টলসমূহ উদ্বোধন করেন ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিক উল্লাহ। অতিথিবৃন্দ ফুল, ব্যাজ, কলমের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন এবং স্মৃতিচারণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের ধারাবাহিকতায় ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক হিসাব উপস্থাপন, ডিরেক্টরি প্রকাশ এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, ফাউন্ডিং মেম্বার ইঞ্জিনিয়ার তানভীর হাসনাত মহিউদ্দিন চৌধুরী রাব্বি, সাবেক সভাপতিবৃন্দ মোহাম্মদ শরফ উদ্দীন রাসেল, অ্যাডভোকেট আতিক উল্লাহ, সৈয়দ মোহাম্মদ সাদ উদ্দীন রানা, মোহাম্মদ ইফরাদ উদ্দিন, ইরফানুর রহমান; সাবেক সাধারণ সম্পাদকগণ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল নোমান, ইঞ্জিনিয়ার আনিসুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদমান রাফিদ, রিয়াদ হোসেন, সাবেক সহ-সভাপতিগণ ইঞ্জিনিয়ার আসিফ ওসমান, আলী মর্তুজা, সিনিয়র সদস্য জহির রায়হান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সরওয়ার আজম ফারুকী সিএসই বিভাগের লেকচারার মুবিনুর রহমান এবং বিবিএ অনুষদের লেকচারার রাকিব হাসানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিগত ২০২৪–২৫ কমিটির সেরা ১৬ জন সদস্যকে “ডেডিকেটেড মেম্বার অব দ্য ইয়ার” ও “রাইজিং স্টার অব দ্য ইয়ার” পুরস্কার প্রদান করা হয়।
পরবর্তীতে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিবিএ অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়্যদ আবু ইউচুপ।
সহ-সভাপতি নির্বাচিত হন সিএসই বিভাগের নাবিউল ফয়সাল ও বিবিএ অনুষদের রবিউল হোসেন ফাহিম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আইন অনুষদের শরীফ মাহমুদ আরাফ এবং সিএসই বিভাগের ইফতিকার হাসান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফোরামের ইঞ্জিনিয়ার তানভীর হাসনাত মহীউদ্দীন চৌধুরী রাব্বি, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ শরফ উদ্দীন রাসেল, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিক উল্লাহ এবং সিনিয়র সদস্য জহির রায়হান।
সবশেষে ফোরামের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটিং অনুষ্ঠিত হয় এবং সভাপতি ইঞ্জিনিয়ার দাউদ রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।




































