
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা গাজীপুর মহানগর যুবলীগের এক নেতাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার আওতাধীন ভূইগড় মাহমুদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মমিন। তিনি গাজীপুর মহানগর যুবলীগের সহসভাপতি। তাঁর বাড়ি গাজীপুরের উত্তরা ৫ নম্বর সেক্টরে। তিনি জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. মমিন আত্মগোপনে চলে যান। এরপর পরিচয় গোপন করে তিনি ফতুল্লার ভূইগড় মাহমুদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ৫ আগস্টের পর থেকে মো. মমিন নাম-পরিচয় গোপন করে মাহমুদপুর এলাকায় অবস্থান করছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ চলছে।




































