
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতির সময় একটি হায়েস মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাইক্রোবাসের চালক সোহেল (৩৫) ও ডাকাত দলের সদস্য ফয়সাল বেপারী (৩৮)।
শুক্রবার রাতের এ ঘটনার পর শনিবার রাতে ডালবাহী ট্রাকের মালিক ওয়াহিদ মোল্লা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর টেকের হাট শান্তিপুর এলাকার একটি মিল থেকে ‘ক্যাঙ্গারু’ ব্র্যান্ডের ৬০০ বস্তা মুশুরি ডাল নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬৪৭) চালক সুজন ও হেলপার সরোয়ার আলম সাভার গাজিন্দা এলাকার উদ্দেশ্যে রওনা হয়।
শুক্রবার রাতে ট্রাকটি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৌঁছালে কালো রঙের একটি হায়েস মাইক্রোবাস পেছন থেকে অনুসরণ শুরু করে। একপর্যায়ে ডাকাত দল ট্রাকটি আটক করে জোরপূর্বক ফতুল্লার পাগলা এলাকায় নিয়ে আসে।
এ সময় ট্রাক চালক পুলিশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটির পিছু নেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ মাইক্রোবাসসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার বিকেলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ডালভর্তি ট্রাকটি ডাকাতদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





























