
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওতাধীন ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়াডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ গণসংযোগে প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, অলিগলি ও বাজার এলাকায় হাতপাখা প্রতীকের প্রচারণা চালানো হয়।
গণসংযোগ শেষে বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা আপনাদের খেদমতে সর্বদা নিয়োজিত। নির্বাচিত হতে পারি বা না পারি, ফতুল্লাবাসীর যেকোনো সমস্যা ও বিপদে আমরা পাশে থাকব। বিগত দিনের এমপিরা নির্বাচনের আগে নানা আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার পরে সব ভুলে যেতেন। কিন্তু আমরা তেমন নয়। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জনদরদী নেতা, তিনি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করেন। আমরাও তাঁর সহকর্মী হিসেবে সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এবং ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব।”
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়নের সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইন, ফতুল্লা ইউনিয়ন ও ৬নং ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




























