
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ঈদগাহ এলাকার শের–ই–বাংলা রোডে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
অভিযান চলাকালে ‘সিআরপি আইন-২০০৯’ লঙ্ঘনের অভিযোগে লোটেরিয়া বেকারিতে খাদ্যপ্রস্তুত স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি, অনুপযুক্ত পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং শ্রমিকদের স্বাস্থ্যবিধি না মানাসহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের প্রমাণ মিললে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহজাহান; যিনি নারায়ণগঞ্জ সদর এলাকায় নিয়োজিত ফুড সেফটি ইন্সপেক্টর।
মোবাইল কোর্ট সূত্র জানায়, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে মানহীনতা এবং ভোক্তার স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানা গেছে।





























