
আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের বহু প্রতীক্ষিত নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
উদ্বোধন শেষে প্রধান অতিথির পক্ষে ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়ীয়া প্রেস ক্লাব সভাপতি মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, ফুলবাড়ী মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, প্রেস ক্লাবের সহ সভাপতি আবুল কালাম, নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ মিঠু ও নূরুল ইসলাম খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি মো.আব্দুল হালিম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম ফুলবাড়ীয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং অপ সাংবাদিকতা পরিহার করে জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।
নতুন এই কার্যালয় স্থানীয় সাংবাদিক সমাজের জন্য শুধু কর্মস্থল নয়, এটি সাংবাদিকতার মানোন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং গণমানুষের কল্যাণে সাংবাদিকতার নতুন দিগন্তের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।





























