
আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান ও পরিকল্পনা (প:প:) কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ উঠেছে। কর্মচারীরা অভিযোগ করেছেন, দাপ্তরিক কোনো কাজ সম্পন্ন করতে হলে নিয়মিতভাবে অর্থ দিতে হয়।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডা. হাসানুল হোসেন বলেন,
“সিকিউরিটি গার্ডের বেতন–বোনাস কিছু নিয়মগত কারণে দেওয়া হয়নি। শিগগিরই সব পরিশোধ করা হবে।”
কর্মচারীরা আরও অভিযোগ করেছেন, কর্মকর্তা নিজে টাকা নেন না; তার ঘনিষ্ঠ অফিস সহকারী আকরাম হোসেনের মাধ্যমে ঘুষ আদায় করা হয়। আকরাম হোসেনের বিরুদ্ধে হত্যার মামলা রয়েছে।
ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, দাপ্তরিক কাগজে স্বাক্ষর, ছুটি অনুমোদন, জিপিএফ বা ব্যাংক লোনের কাগজে সই করতে গেলে টাকা দিতে হয়। কেউ টাকা না দিলে স্বাক্ষর দেওয়া হয় না।
সিকিউরিটি গার্ড ইসরাফিল অভিযোগ করেন, তিনি কোরবানির ঈদের বোনাস পাননি এবং দুই মাসের বেতনও আটকে আছে। তিনি বলেন,
“আপনারা অভিযোগ করলেও কিছু হবে না, স্যারের হাত অনেক লম্বা। আমাদের অন্যত্র বদলি করে দেওয়া হবে। আমি গরিব, এই চাকরিটাই আমার ভরসা।”
স্বাস্থ্য সহকারী তাসলিমা আক্তার জানান, মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর চার মাসের বেতন পাননি। অন্য এক সহকারী জানান, অসুস্থতার ছুটির জন্য অফিস সহকারী আকরাম হোসেন ৭ হাজার টাকা দাবি করেছিলেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ময়মনসিংহ ডা. ফয়সাল আহমেদ বলেন, “স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি আছে, তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
পরিচালক স্বাস্থ্য, ময়মনসিংহ বিভাগ ডা. প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, “ভুক্তভোগীরা নাম ও মোবাইল নম্বর দিলে আমরা দেখব।”





























