
আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চুরি হওয়া একটি বাস উদ্ধারসহ আন্তঃজেলা বাস চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ীয়া উজানপাড়া, পৌরসভা ২নং ওয়ার্ডের মোঃ হাসমত আলীর ছেলে শাহাদত হোসেন (২২), লক্ষীপুরের রায়পুর উপজেলার ৫নং ওয়ার্ডের মধ্যপূর্ব চরবংশী এলাকার শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে আরিফ ইসলাম নিলয় (২০)।
পুলিশ জানায়, গত শনিবার (২১ জুন) ফুলবাড়ীয়ার মিলেনিয়াম ফিলিং স্টেশন থেকে আলম এশিয়া পরিবহনের একটি বাস (নং: ময়মনসিংহ-ব-১১-০১৩৪) চুরি হয়। বাসটির মালিক সিরাজুল ইসলাম সুরুজ থানায় অভিযোগ করলে, পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে বাসটি উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত বাসটির মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুভ্র/





























