
(স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, সেনা অফিসার ক্যাপ্টেন তানভীর কাউছার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, সমাজ সেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, সাংবাদিক হুমায়ুন কবির মুকুল, নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় অধিকাংশ বক্তা ফুলপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো বলে অভিমত ব্যক্ত করেন। সভা শেষে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নিবাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়।





























