
(স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি নামক তিন ফসলী দুটি বিল এখন ফসল শূন্য হয়ে পড়েছে। ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমুয়াকান্দা গ্রামে বিল দুটির অবস্থান। বিল গুলোর কিছু অংশ পার্শ্ববর্তী কারাহা গ্রাম পর্যন্ত বিস্তৃত। এক সময়ে বিলগুলোতে বোরো, আমন ও আউস ধানের ব্যাপক চাষাবাদ হতো। হাজার হাজার মন ধান ফলতো। শাপলা শালুকে ভরপুর ছিল বিল। বক, কাইম, পানকুড়ি, মাছরাঙ্গা ও ডাহুকসহ নানা প্রজাতির পাখি ছিল। তাছাড়া বিল দুটি শিং, মাগুর, কই, টেংরা ও পুটিসহ দেশীয় মাছের অভয়ারণ্য ছিল। স্থানীয় লোকজন বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। কিন্তু বর্তমানে বিলগুলোতে অপরিকল্পিত ফিশারিজ নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সারা বছর হাঁটুর উপরে পানি থাকে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় কৃষকরা। তিন ফসলি জমিতে এক ফসলও চাষ করতে পাচ্ছেন না তারা। অনেকেই বিলের মাঝখানে মাটির বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। যার ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে বিল সংলগ্ন ঘরবাড়ি ও রাস্তায় কোমড় পানি থাকে। সে কারণে ভিষণ বিপাকে পড়তে হয় মানুষজনকে। স্থানীয় কৃষক জালাল উদ্দিন বলেন, অপরিকল্পিত ফিসারীজ নির্মাণের কারণে কৃষকদের চরম ভোগান্তি হচ্ছে। আমরা বিলে কোনো প্রকার ফসল ফলাতে পাচ্ছিনা। আরেক কৃষক হোসেন আলী বলেন, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বিল থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা খুবই জরুরী। সারা বছর পানি থাকার কারণে কৃষকদের চরম ক্ষতি হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, উভয় বিলের জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করছি একটি পাঁকা ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে খুব শীঘ্রই এটির সমাধান হবে।





























