
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, 'শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় যারা কষ্ট পায় তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ফ্যাসিবদামুক্ত দেশ গড়তে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে।'
বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গনে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. এনাম খাঁর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আশরাফ উদ্দীন মাহদী, কুতুব উদ্দীন, আজিজুর রহমান লিটন, মাঈনুল খন্দকার, আবুল ফাতাহ মাসুদ, জিহান মাহমুদ, হাফেজ মোবারক হোসেন, মো. জসিম উদ্দিন প্রমুখ।
তিনি বলেন, 'একটি রাজনৈতিক দলের নেতা মা-বোনদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছেন। মা-বোনদের বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা বাংলাদেশের মা-বোনদের ইজ্জতের জন্য হমকি তাদের হাত গুড়িয়ে দেওয়া হবে।'
তিনি আরো বলেন, 'আমরা অনেক ধরেছি। ধৈর্য্য ধরছি। বিগত তিনটি নির্বাচনের মতো হলে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো।'
এদিকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন আসিফ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী। এ সময়ও বক্তব্যে 'হ্যাঁ' ভোট নিয়ে লতা বলেন আসিফ মাহমুদ।




























