
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক স্থানে গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ নানা কর্মসূচীর আয়োজন করে।
মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায়
বিশ্ববিদ্যালয়ের ৩৬ শে জুলাই চত্বর থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সুশৃঙ্খল মার্চপাস্টের মাধ্যমে। এ আয়োজনে শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম ও বিজয়ের আবেশ। সকাল ৯টা ১৫ মিনিটে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য বিজয় দিবসের আনন্দ র্যালি।
এছাড়াও কোনাবাড়ীশাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে
একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মহানগরীর কোনাবাড়ী পেয়ারা বাগান স্কুল ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পূনরায় স্কুলের সামবে এসে শেষ হয়।




































