
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রেন এসে পড়লে মা, তার এক ছেলে ও ছোট মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।এই দুর্ঘটনার পরপর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।




























