
শফিকুল স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এর ভাওয়াল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে এ সভায় নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার অনুকূল পরিবেশ তৈরিতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এসময় তিনি গণভোট নিয়ে জনগণকে সচেতন করে তোলা, সকল ধরণের অপপ্রচার রোধে সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রচার-প্রচারণা জোরদার করার নির্দেশ দেন।





























