
শফিকুল স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ
রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য বিভাগ গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২৬-২৮ নভেম্বর ২০২৫, তিন দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছে। সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ মো. আজিজুল ইসলাম এবং স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শাহানা জাফর, ২৮ নভেম্বর, ২০২৫ হেলথ ক্যাম্পটি পরিদর্শন করেন। চেয়ারম্যান এটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুর সিভিল সার্জন অফিস ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ২৬–২৭ নভেম্বর বহেরারচালা কমিউনিটি ক্লিনিক এবং ২৮ নভেম্বর বৈরাগীরচালা কমিউনিটি ক্লিনিকে আয়োজিত হয়। এই কর্মসূচিতে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম ও অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ক্যাম্প পরিচালনায় প্যারামেডিক, মিডওয়াইফ এবং প্রশিক্ষিত রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকরা রোগী ব্যবস্থাপনা ও বিনামূল্যে ওষুধ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিদিন ৩০০ জনেরও বেশি রোগী সেবা গ্রহণ করেন, যাদের মধ্যে সর্দি–জ্বর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ব্যথাজনিত রোগ, চর্মরোগ এবং শিশুদের নানা সমস্যা বেশি দেখা যায়।
সরকারি কর্মকর্তারাও ক্যাম্প পরিদর্শন করে রেড ক্রিসেন্টের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর অনুরোধ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের পাশে থেকে দেশের বিভিন্ন স্থানে মানবিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে





























