
প্রথমবারের মতো দক্ষিণের সুপারস্টার রাম চরণের সঙ্গে দেখা যাবে বলিউডের কিয়ারা আদভানিকে। এস শঙ্কর পরিচালিত সিনেমার নাম ‘গেম চেঞ্জার’। জানা গেছে, এই সিনেমায় একটি গান ২০ কোটি রুপির বাজেটে নির্মাণ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে, গানের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয়ের খ্যাতি রয়েছে পরিচালক এস শঙ্করের। তা ছাড়া তার নির্মিত গান দর্শকও পছন্দ করেন। ‘গেম চেঞ্জার’ সিনেমায় একই কাজ করেছেন নির্মাতা। আশা করা হচ্ছে, গানটি দারুণ সাড়া ফেলবে। ‘গেম চেঞ্জার’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
সিনেমাটিতে রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে মাথা গরম স্বভাবের অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনীতিকের। ‘গেম চেঞ্জার’ একটি পলিটিক্যাল-ড্রামা ঘরানার সিনেমা হতে যাচ্ছে। এর বাজেট ৪৫০ কোটি রুপি। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করছেন অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।







































