
পোরশা নওগাঁ
গংগুরিয়া ডিগ্রী কলেজের ৬ জন শিক্ষক ও কর্মচারীর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
আজ বুধবার বেলা ১১টায় গাংগুরিয়া ডিগ্রী কলেজের আয়োজনে হল রুমে অবসর জনিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাবেক উপজেলা চেয়ারম্যান ও অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
বিদায়ী অধ্যাপক জনাব সোলায়মান আলী, শাহ মোঃ আবুল কালাম চৌধুরী, তৈমুর রহমান, প্রভাষক এনামুল হক, চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ আশরাফ আলী ও ইউনুস আলীকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। লাভ অফ টোকেন হিসাবে শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে কিছু উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়।
অশ্রুসিক্ত কন্ঠে বিদায়ী সোলায়মান স্যার বলেন এটি আমাদের ক্ষণস্থায়ী বিদায়, মৃত্যু আমাদের চির বিদায় আমরা যদি আপনাদের মনে কোন কষ্ট দিয়ে থাকি আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরাও ক্ষমা করে দিলাম।
অপরপক্ষে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী বলেন, এই কলেজে আমি প্রভাষক হিসাবে যোগদান করে আপনাদের দোয়া ও ভালবাসায় আজকে অধ্যক্ষ পদে উপনীত হয়েছি। কলেজটি পরিচালনা করতে গিয়ে আমি আপনাদের কোন সময় কঠিন কথা বলেছি এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমিও আপনাদের ক্ষমা করে দিলাম।
বিদায়ী উপলক্ষে এক ছাত্র বিদায় গান পরিবেশন করেন অনুষ্ঠানে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।





























