
স্বীকৃত ক্রিকেট থেকে অলিখিত অবসরে ক্রিস গেইল। ক্যারিবীয় এই তারকা ব্যাটার তার সময়ে ছিলেন সেরাদের সেরা। তার মারকুটে ব্যাটিং মোহাচ্ছন্ন করে রেখেছিল ক্রিকেটপ্রেমীদের। ক্যারিবীয় ব্যাটিং দানবের অধ্যায় শেষ হওয়ার আগেই জায়গা দখলের লড়াইয়ে নামেন বিরাট কোহলি।
বিশ্ব জুড়ে গেইল টি-টোয়েন্টির ফেরিওয়ালা হলেও ভারতীয় গ্রেট এই সংস্করণে খেলে চলেছেন দেশ আর স্বদেশি ঘরোয়া লিগে। তাতেই দিনকে দিন নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। গেইল আর কোহলি, টি-টোয়েন্টিতে দুজনেই করেছেন ১০ হাজারের বেশি রান। গেইল ৪৬৮ ম্যাচ খেলে করেছেন ১৪ হাজার ৫৬২ রান, অন্যদিকে কোহলি ৩৭৬ ম্যাচ খেলে ১১ হাজার ৯৯৪ রান। এবার দুজনকেই পেছনে ফেলে দিলেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। না, রানের হিসাবে তাদের পেছনে ফেলেননি বাবর। কোহলি আর গেইলের থেকে কম ইনিংস খেলে তিনি ঢুকে গেছেন ১০ হাজারি রানের ক্লাবে। এই ক্লাবে তিনি ১২তম সদস্য। ১০ হাজার রান করতে বাবর খেলেছেন ২৭১ ইনিংস। যা করতে গেইলের লাগে ২৮৫ ইনিংস আর কোহলির লাগে ২৯৯ ইনিংস।
গেইল-কোহলিদের ছাপিয়ে যাওয়ার দিনে ১০ হাজার থেকে ছয় রান দূরে থেকে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামেন পাকিস্তানি তারকা। এরপর পেশোয়ার জালমির হয়ে ৫১ বলে সাতটি চার ও এক ছক্কায় উপহার দেন ৭২ রানের ইনিংস।







































