
মোঃ হেলাল তালুকদার ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইলে মঙ্গলবার সন্ধ্যায় হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মজিবর রহমান (৬৯)। এ সময় ঘাটাইল কেলজ মোড় ইউসিবি ব্যাংকের সামেন পাকা রাস্তার উপর থেকে রাজশাহী গোদাগাড়ী থানার ভুবনপাড়া পাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিন এর ছেলে মাদক ব্যবসায়ী মজিবর রহমান কে গ্রেফতার করা হয়। আসামীর পরিহিত স্যান্ডেলের সোলের ভিতর হতে অভিনব কায়দায় রাখা (৮৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা।ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।





























