
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে রাত ১২টা এক মিনিটে উপজেলা পরিষদে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনে পুস্পস্তবক অর্পন এক মিনিট দাড়িয়ে নিরবতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনি, সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন।
পরে ঘাটাইল জিবিজি সরকারি কলেজ মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শারীরিক কসরত মুক্তি যুদ্ধের স্মৃতী প্রদর্শন ,বর্তমান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মান প্রদর্শন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ আবু সাঈদ। সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল বাছিদ চান মিয়া প্রমূখ।




































