
শাকিল গজারিয়া থেকে::
গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমপাড়া বায়তুল মামুর জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়কারী ২১ শিশু-কিশোরের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।শুক্রবার (০৭ ই নভেম্বর ) জুমাবাদ জামে মসজিদে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা।এ সময় শিশু-কিশোরদের মোবাইল ফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ হাশমত তাঁতী, মক্তব কমিটির সভাপতি এডভোকেট মোহন মোল্লা, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেখ, মোঃ হানিফ তাতীমোঃ মোহনসরকার, মিজান, কামাল,কদির মোল্লা,রবিউল তাঁতিসহ মহল্লা মুসুল্লিরা। অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতি শাফায়াত হুসাইন আজাদী উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন মহল্লার যুবসমাজ। এতে মহল্লার ২১ জন শিশু কিশোর অংশ নেয়। প্রত্যেকেই টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে থেকে নিদিষ্ট সিলেবাসে পরিক্ষার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়।




























