
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গঙ্গাচড়া উপজেলায় বাল্যবিবাহ, শিশু শ্রম এবং স্কুল হতে শিশু ঝড়ে পড়া প্রতিরোধের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম হ্রাস করা এবং স্কুল হতে শিশু ঝড়ে পড়া রোধে ইউনিয়ন তথা উপজেলা গড়ার লক্ষ্যে সাংবাদিকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত্ব হয়েছে।
ওর্য়াল্ড ভিশন গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজনে মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত্ব হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল হতে শিশু ঝড়ে পড়া প্রতিরোধে গন্যমাধমের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা গন্যমাধ্যম সমাজের দর্পন হিসেবে কাজ করে।
গণ্যমাধমের মাধমে তথ্য প্রচার, অনুসন্ধানী প্রতিবেদন, বাল্যবিয়ে ও শিশুশ্রমের শারীরিক ও মানুষিক কুফল নিয়ে সচিত্র প্রতিবেদন প্রচারের মাধমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকদের আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, উপজেলা সমায় অফিসার আবতাবুজামান চয়ন, পিআইও সজীবুল করিম, আইসিটি কর্মকর্তা, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামাণিক, ওর্য়াল্ড ভিশনের কো অর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশন আলভী হোসাইন এবং এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ উপজেলার সাংবাদিকবৃন্দ।
সংস্থার ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, গঙ্গাচড়া উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল হতে শিশু ঝড়ে পড়া মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ শিশুদের সার্বিক কল্যাণে অর্থনৈতিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, শিশু অধিকার সু-রক্ষা, শিশু ও মাতৃ স্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টি উন্নয়নসহ স্বাস্থ্যসম্মত পানি নিয়ে কাজ করে আসছে। উক্ত উন্নয়নমূলক কাজকে গতিশীল করার লক্ষ্য উপস্থিত সাংবাদিকদের আহবান করেন। এসময় সাংবাদিকগণ এলাকার উন্নয়নে বিভিন্ন মতামতসহ সুপারিশমালা উপস্থাপন করেন।





























