
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি ঃ রংপুরের গঙ্গাচড়ায় ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
শনিবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার'র সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রযন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপে) আগামী ১১ জুন সকাল ১১টায় গণভবন প্রান্ত থেকে সারা দেশে ১৮৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনকুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ৫ম পর্যায়ে (২য় ধাপে) এ উপজেলায় ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষে এ উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি,২য় পর্যায়ে ১০০টি,৩য় পর্যায়ে ২০০টি ৪র্থ পর্যায়ে ২০০টি ও ৫ম পর্যায়ে (১ম ধাপে)৫০ টি গৃহের কাজ সম্পন্ন ও উপকারভোগিদের নিকট জমিসহ গৃহের দলিল হস্তান্তর করা হয়। এছাড়াও এদিন এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।



































