
নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচন ও নিজের কাজের ব্যস্ততা সম্পর্কে আলোকিত সকালকে জানিয়েছেন নির্মাতা ও চিত্রনাট্যকার মারুফ হোসেন সজীব...
- নির্বাচন কেমন হয়েছে?
: খুব সুন্দর নির্বাচন হয়েছে, এই প্রথম সর্বোচ্চ ভোটার ও সর্বোচ্চ ভোটে নির্বাচন হয়ছে। এটাকে আমি নির্বাচন বলবো না, এটা নির্মাতা সংগঠনের সব চাইতে সুন্দর ও বড় উৎসব হয়েছে।
- যারা এবার নির্বাচিত হয়েছে তাদের প্রতি নির্মাতাদের কি চাওয়া আছে?
: আমার মনে হয়েছে তাদের নির্বাচনী ইসতেহার সুন্দর। এই ইসতেহার ধরে কাজ করে তারা সফল হতে পারলে আগামী দুই বছরে এই সংঘঠন উদাহরন তৈরি করতে পারবে।
- যারা এবারের নির্বাচনে হেরে গেছে, তাদের নিয়ে কি বলবেন?
: কেউ হারেনি এই নির্বাচনে, সবাই জিতেছে। একজন আরেক জনের গলা জরিয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছে। সবাই এক হয়ে কাজ করার সিদ্ধান্ত জানিয়েছে। এর চাইতে সুন্দর উদাহরণ আর কি হতে পারে? আমরা নির্মাতারা নির্মাতাদের। আমরা সবাই সবার, এই নির্বাচন সেটারই প্রতিফলন।
- নির্বাচনের আগের রাতে ডিরেক্টর গিল্টে বহিরাগত কিছু সন্ত্রাসী অনেক নির্মাতার সাথে অশোভন আচরণ করেছে, এমন একটা খবর আমাদের কাছে আছে, এই বিষয়ে আপনি কিছু জানেন?
: ডিরেক্টর গিল্টের অফিসে বহিরাগত কোন ব্যাক্তি এসে অশোভন আচরণ করার সাহস পাবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে বর্তমান কমিটি অবশ্যই ব্যবস্থা নিবে। বর্তমান সভাপতি শ্রদ্ধেয় শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান মনে হয় না কাউকে ছাড় দেয়ার মত লোক। তাদের সাথে আরো পাঁচশ’র মতো নির্মাতা রয়েছে। তারা অবশ্যই যে কোন অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়াবে। এবং সঠিক সিদ্ধান্ত নিবে।
- আপনাদের নির্বাচন বিষয়টা কোর্ট পযন্ত গিয়েছে, কিছু নির্মাতা সংস্কারের বিপক্ষে ছিলো, এই বিষয়ে কি বলবেন?
: যে কোন বিষয়েই পক্ষ বিপক্ষ থাকে। কারো মনে হয়েছে সংস্কারে ফাঁক ফোঁকর ছিলো, হতে পারে। ফাঁকফোকর থাকে পারে, অল্প সময় নিয়ে সংস্কার হয়েছে, বর্তমান কমিটি আশাকরছি সব গুছিয়ে নিবে।
- আপনাদের সংগঠন কি গণতন্ত্র বিশ্বাস করে?
: অবশ্যই করে, গণতন্ত্র সভ্যদের জন্য, অসভ্যদের দিয়ে গনতন্ত্র চর্চা হায় না। নির্মাতারা অবশ্যই সভ্য কারণ তারা শিল্পী সুতরাং নির্মাতারা গণতন্ত্র বিশ্বাস বা চর্চা করে নাকি সেই বিষয়ে বলার কিছু নাই।
- কাজে ফিরছেন কবে? এবং ঈদের কাজে আপনার গল্পে কোন কোন তারকাদের দেখা যাবে?
: কাজে ফিরবো খুব শিঘ্রই। উৎসব মুখর নির্বাচন শেষ হয়েছে। আমরা সবাই এখন নিজেদের কাজে মনোযোগ দেয়া শুরু করেছি। ঈদের কাজের সুটিং শেষ, আরো দুই একটা গল্প বানানোর ইচ্ছা আছে। দেখা যাক। আমার ঈদের কাজ গুলোতে দেখা যাবে খাইরুল বাসার, ইয়াশ রোহান, তানজিন তিশা, তটিনি, প্রিয়ন্তী উর্বি সহ আরো অনেকেই।







































