
আবু রায়হান স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলে ভোট ও গণভোট প্রচার কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহামাদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব এটা প্রচার করার। গণভোট প্রচারণার জন্য প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন।
সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারনার পাশাপাশি গণভোটের প্রচারনাও শুরু করবে। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে সেখান তারা গণভোটের প্রচারনা করবে।
এরআগে তিনি তার বক্তব্যে গণভোট কেন এবং কি কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























