
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা ও সাবেক বটতলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আবু। হাসপাতালের উদ্যোক্তা কামরুল ইসলাম উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি পংকস রায়, মাস্টার ফরিদুল আলম, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, ব্যবসায়ী মোর্শেদ কামাল, রিপোর্টার ইউনিটের সভাপতি মহিউদ্দিন মঞ্জু, শিক্ষক সমীর দাশ, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম এবং ডা. মিনহাজ উদ্দিন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। বক্তারা বলেন, গ্রামীণ এলাকায় সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে অর্থনৈতিক ও জ্ঞানগতভাবে পিছিয়ে থাকে। তাই সেবা প্রদানে তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার মান ও সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা।





























