
রাজধানীর গুলিস্তানের রাস্তায় আলমগীর শিকদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পথচারীরা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর যাত্রাবাড়ীর পশ্চিম শেখদি এলাকার মৃত জমির শিকদারের ছেলে।
আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা আনোয়ার হোসেন বলেন, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আলমগীর হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। দ্রুত তাকে ঢামেক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোকে আলমগীর মারা গেছেন বলে চিকিৎসকরা ধারণা করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গরমের কারণে সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ওয়ারী থেকে আসা আলমগীর শিকদারকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে মেডিসিন ভবনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।







































