
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা নামাজ নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর পৌর যুবদলের উদ্যোগে পৌর যুবদলের অস্থায়ী কার্যালয় সংলগ্ন ধানের চাতালে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
গায়েবানা নামাজের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিস্বরণে পৌর যুবদলের ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমন হাসান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় আপোসহীন নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।





























