
বিশেষ প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরের পুরুলিয়া দারুল উলুম দাখিল ও এবতেদায়ী মাদ্রাসার নামে দানকৃত জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে দাতার বিরুদ্ধে। ৩৩ বছর পর দান করা সেই জমি দখলের চেষ্টা করতে গিয়ে দাতা ইব্রাহীম সরকার নানা ষড়যন্ত্র চালাচ্ছেন। এ ঘটনায় মাদ্রাসা কমিটি ও এলাকাবাসী ওই জমি রক্ষার দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি শরিফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য কাচন আলী, মহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, দাখিল ও এবতেদায়ী মাদ্রাসা চালু আছে। শিক্ষার্থী সংখ্যাও দিনদিন বাড়ছে। তাছাড়া মাদ্রাসা মাঠে মৃত ব্যক্তিদের জানাযা করা হয়। কিন্ত মাদ্রাসার নামে দান করা জমি অন্যায়ভাবে খারিজ করে দখলের চেষ্টা করছেন ইব্রাহীম আলী। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ইউএনও অফিসে অভিযোগ দিয়েছে মাদ্রাসা কমিটি।
মাদ্রাসা পক্ষের লোকজন জানান, ২০০১ সালে শহীদ জিয়া কলেজের নামে ৫৫ শতক জমি দান করেন পুরুলিয়ার ইব্রাহীম আলী সরকার। তার সাথে নুর আলী ১৯ শতক ও গোলাপজান ৩০ শতক জমি দান করেন। কিন্তু কলেজটি প্রতিষ্ঠিত না হওয়ায় পরবর্তীতে ওই জমি পুরুলিয়া মডেল কলেজের নামে দান করা হয়। মডেল কলেজটিও বিগত সরকারের রোষানলে পড়ে বন্ধ হয়ে যায়। এরপর ২০০৬ সালে একই জমি পুরুলিয়া দারুল উলুম দাখিল ও এবতেদায়ী মাদ্রাসার নামে দান করেন তারা। বর্তমানে দান করা জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন ইব্রাহীম আলী।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জমিদাতা ইব্রাহীম আলী বলেন, প্রতিষ্ঠান টিকিয়ে রাখার শর্তে সর্বশেষ জমিটি পুরুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার নামে দলিল করে দেই। কিন্তু দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। জমিটি পতিত পড়ে আছে। দলিলে উল্লেখ আছে- দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত না হলে দাতা বা তার অবর্তমানে ওয়ারিশগণ সেই জমি ফেরত নিতে পারবেন। একই দলিলে দান করা জমি অন্য দুই দাতা ভোগদখল করছেন। কিন্তু আমার বেলায় শরিফুলসহ কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করছেন। যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি,তাই এখন জমি ফেরত চাই। দলিলেও সেই শর্ত স্পষ্ট উল্লেখ আছে।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নামজারির ক্ষেত্রে জেলা প্রশাসকের লিখিত অনুমোদন লাগে।
এ ব্যাপারে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, দানমূলে রেজিষ্ট্রিকৃত জমির নামজারির সরকারি অনুমোদন পাওয়ার পর সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





























