
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় একটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার কারারচর এলাকায় অবস্থিত স্টার সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা মেট্রো-গ ১৩-৪৯৯৯ নম্বরের একটি প্রাইভেটকার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পরপরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় সিএনজি পাম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থেকে লিকেজ হয়ে এ বিস্ফোরণ ঘটতে পারে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়িটি থানায় নেওয়া হয়েছে এবং চালক পলাতক রয়েছে।





























