
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী, ন্যায়, সত্য ও মানবিকতার আপোষহীন, আধিপত্যের বিরুদ্ধে বিপ্লবী, শহীদ শরিফ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুরাদনগর উপজেলা সর্বস্তরের জনগণ।
শুক্রবার দুপুরে মুরাদনগর বড় মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদনগর বিএনপির কার্যালয়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা জিসাসের আহ্বায়ক জসিম উদ্দিন ও উপজেলা জাসাসের আহ্বায়ক আবুবকর প্রমূখ।





























