
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের সমর্থনে শনিবার বিকেলে তাহিরপুরের বাদাঘাট বাজারে অনুষ্ঠিত গণমিছিল হাওরের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করল।
বাদাঘাটে হাজারো মানুষের উপস্থিতি মুহূর্তেই রূপ নিল এক বিশাল জনসমুদ্রে। চারপাশ মুখরিত, বাতাসে গর্জন,লাগা রে লাগা ধান লাগা।
এই স্লোগান যেন হাওরের বুকজুড়ে এক আবেগঘন ঢেউ ছড়িয়ে দিল। জনতার উত্তেজনা,প্রত্যয় আর একতার শক্তি পুরো এলাকা কাঁপিয়ে দিল।
স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গণমিছিল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেন্টি তলায় বিশাল পথসভায় মিলিত হয়।বক্তারা বলেন, দীর্ঘদিনের অবহেলা, দুঃখ-দুর্দশা ও হাওরের পিছিয়ে পড়া উন্নয়নের ভার কাটাতে আনিসুল হকই একমাত্র আশা।কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা,সড়ক যোগাযোগ উন্নয়ন,যুবকদের কর্মসংস্থান এবং হাওরের সার্বিক উন্নয়নে তার নেতৃত্ব অপরিহার্য।
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা আবুল কালাম,রাকাব উদ্দিন,শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে হাজারো মানুষ এক কণ্ঠে ঘোষণা দেয় আমরা ধানের শীষে ভোট দেব,হাওরের ভাগ্য বদলাব।
বাদাঘাটের এই জনজোয়ার হাওরের মানুষকে জাগ্রত করেছে পরিবর্তনের আগুন জ্বলে উঠেছে। হাওরের বুকজুড়ে ধান লাগার গর্জন আর জনতার একাত্মতায় স্পষ্ট বার্তা পৌঁছে গেছে—বদল আসছে, আনিসুল হকের নেতৃত্বে।





























