
জহিরুল ইসলাম, নবীনগর:
খেলাই শক্তি খেলায় বল মাদক ছেড়ে ফুটবল"সেই স্লোগানকে ধারণ করে প্রতিবারের ন্যায় এবারও হুরুয়া আয়োজন করেছেন ডাবল টিভি কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে হুরুয়া বড় মাঠ প্রাঙ্গনে হুরুয়া গ্রামের যুবকদের আয়োজনে ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল মিয়ার সভাপতিত্বে।
উক্ত ফাইনাল খেলা ডবল টিভি কাপ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির মোঃ হোসেন শান্তি। ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত নবীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ আবু কাওসার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুয়েল ভূঁইয়া, মোঃ বাদল সরকার,সাংবাদিক আব্দুল হাদী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক মোঃ পান্না সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়ার তৈয়ার হয় কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায়ে থেকেই তৈরি হয়। বিশেষ করে খেলাধুলার মধ্যে থাকলে যুবকরা সামাজিক অপরাধে জড়িত হতে পারবেনা। মাদক ইভিজিটিং সন্ত্রাসী কর্মকান্ডে থেকে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই প্রতিবছরই যেন খেলাধুলার আয়োজন করা হয়।উক্ত ফুটবল টুর্নামেন্টে দুটো শক্তিশালী দল ব্রাদার্স ইউনাইটেড এফসি গোল্ডেন ষ্টার ক্লাব অংশগ্রহণ করেন। এতে ব্রাদার্স ইউনাইটেড এফসি জয়লাভ করেন।আগত অতিথিরা বিজয়ী এবং পরাজিত উভয় দলকেই পুরস্কার তুলে দেন।বিজয় দলকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং পরাজিত দলকে পুরষ্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ১৭ ইঞ্চি রঙিন টেলিভিশন।




























