
‘দেভারা’ ছবির হাত ধরে দক্ষিণি ফিল্মজগতে প্রথমবারের মতো পা রাখলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। গুঞ্জন আছে, এই ছবির জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন জাহ্নবী। তবে সেই পরিমাণ অর্থ তাকে দিতে রাজি ছিলেন না নির্মাতারা। পরবর্তীতে সাড়ে ৩ কোটিতে তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হন। ‘দেভারা’ ছবির বাজেট ৩০০ কোটি টাকা। বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিনে বিশ^ব্যাপী এটি ১৩৫ কোটি রুপি আয় করেছে। এদিকে শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি।
একাধিক পার্টিতে নজর কেড়েছিলেন জাহ্নবী-শিখর। তবে শ্রীদেবীর মৃত্যুর পর শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী। একটা সময় আড়ালে চলছিল প্রেম। তবে গত বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে ওঠেন জাহ্নবী। এদিকে ‘দেভারা’ ছবি দেখতে গিয়ে আবারও জাহ্নবীর প্রেমে পড়লেন শিখর। সিনেমার একটি দৃশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিখর লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি।’ এরই মধ্যে পোস্টটি ভাইরালও হয়েছে।
এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জাহ্নবী জানান, তার ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে, যেকোনো সময়ে শিখর পাহাড়িয়াকে পাশে পান তিনি। সেদিন মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গেই প্রেম করছেন, তারই ইঙ্গিত দিয়েছেন জাহ্নবী।







































