
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
জামালগঞ্জে কওমি মাদরাসা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে হাজী সাদেক আলী ফাউন্ডেশনের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দারুল উলুম সাচনা বাজার মাদরাসা কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় ইবতেদাইয়্যাহ ৫ম শ্রেণির ১৯৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় মেরি কিতাব, আদ্দুরুসুল আরাবিয়্যাহ, তালিমুল ইসলাম, বাংলা, ইংরেজি ও গণিত—এই ৬টি বিষয়ের ওপর ২০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১লাখ ৩৮ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা, ৪র্থ থেকে ২৫তম স্থান অধিকারীদের ৩ হাজার টাকা এবং ২৬তম থেকে ৫০তম স্থান অধিকারীদের ২ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া প্রতিটি বিজয়ীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।
পরিক্ষা নিয়ন্ত্রক মাওঃ লুৎফুর রহমান বলেন ,রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। এই মহৎ আয়োজনের জন্য আমরা হাজী সাদেক আলী ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ ধরনের উদ্যোগ কওমি মাদরাসা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলতাফুর রহমান বলেন,শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য হাজী সাদেক আলী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
উল্লেখযে, মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৮ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।





























